বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে সমাবেশ এবং পবিত্রতা রক্ষার দাবিতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ও মহানগর মুসলিহিনের ব্যানারে মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি মাহমুদুল হক খান মামুন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক এমপি অধ্যক্ষ আব্দুর রশিদ খান। বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সাধারন সম্পাদক খন্দকার আবুল হাসান লিমন, ড. মাওলানা আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, নজরুল ইসলাম, আলহাজ্ব ইকবাল আযম খান, মাওলানা আ. কুদ্দুস নেসারী, মাহাবুবুর রহমান পিন্টু, জাবের আবদুল্লাহ সাদিসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে রমজানকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
বিডি প্রতিদিন/১৫ মে ২০১৮/হিমেল