রাজধানীর পুরানা পল্টনে একটি আবাসিক হোটেলে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম মামুন (২৪)। এ ঘটনায় জাবেদ (২৭) নামে আরেকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ সকালে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাতে ওই হোটেলে তারা মদ্যপান করেছিল কি না বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। জাবেদকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার