রাজধানীর মিরপুরের কালশী থেকে এয়ারপোর্ট ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাওন হাসান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মিরপুর ১৪ ভাষাটেক এলাকার মনির হোসেনের ছেলে।
মনসুর হাওলাদার নামে নিহতের এক আত্মীয় জানান, শাওন রাজধানীর একটি কলেজ থেকে বিবিএ পাস করে চাকরি সন্ধানে ছিলেন। সন্ধ্যায় কালশী ফ্লাইওভারে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শাওন গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ মে ২০১৮/আরাফাত