রাজধানীর কাফরুল থেকে মুণ্ডুহীন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিপরীতে নতুন রাস্তায় এ খণ্ডিত মরদেহ পাওয়া যায়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার শামীম হোসেন জানান, ওই রাস্তায় একটি ব্যাগের পাশে গলা থেকে নাভী পর্যন্ত খণ্ডিত মরদেহটি পাওয়া যায়। সেটি উদ্ধার করে নিকটস্থ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর