ঢাকা মহানগরীর ওয়ারী বিভাগের যাত্রাবাড়ীর ধলপুর, সিটিপল্লী, আউটফল এলাকায় এক যৌথ অভিযানে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ডিএমপি'র ওয়ারী বিভাগ, ডিবি, সিটি, স্পেশাল অ্যাকশন গ্রুপ এই অভিযান চালায়।
অভিযানে ৫৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ৩ জন নারী সদস্য। তাদের কাছ থেকে ৬৫০০ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, ৪৫ বোতল ফেনসিডিল এবং ১৪৫০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৮/আরাফাত