রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৩ জনসহ ৪ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে তাদের ঢামেকে নেওয়া হয়।
দগ্ধরা হলেন রাজমিস্ত্রি মো. বাবু (৩০) তার স্ত্রী মোসা. ময়না (২৫) ও তার ছেলে মাহিম (৩)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। তাকে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর উপ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাদ দিয়ে তিনি জানান, স্বামী-স্ত্রীর ১৭ শতাংশ ও সন্তানের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে শিশুটির অবস্থা বেশি গুরুতর। কেউ আশংকা মুক্ত নয়।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৮/হিমেল