রাজধানীজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উত্তরার বাউনিয়া এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বাউনিয়ার বটতলা এলাকায় ডিএমপি'র বিভিন্ন ইউনিটের সমন্বয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান শুরু হয়।
ডিএমপি'র উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাউনিয়ার বটতলা এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
এর আগে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা মহানগরীর ওয়ারী বিভাগের যাত্রাবাড়ীর ধলপুর, সিটিপল্লী, আউটফল এলাকায় যৌথ অভিযানে ৫৬ জনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার