বিএনপি'র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, উজিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মন্নান মাস্টার, কোতয়ালী বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবুসহ অন্যান্যরা।
সভায় প্রয়াত জিয়াউর রহমানের আদর্শ লালন করে 'গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন' জোরদার করার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/২৯ মে, ২০১৮/ফারজানা