ঢাকার আদাবর এলাকায় মধ্য রাতে অন্যের বাড়িতে ভাঙচুর ও ভাড়াটিয়াদের বের করে বাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আদাবর থানায় একটি মামলাও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
জানা গেছে, ৭ মে রাত সাড়ে ১১টার দিকে আদাবর থানা এলাকার শেখেরটেকের শ্যামলী হাউজিং সোসাইটির দ্বিতীয় প্রকল্প বালুর মাঠে এ কে এম খোরশেদ আলমের বাড়িতে গিয়ে জনৈক খলিলুর রহমান সন্ত্রাসীদের নিয়ে ভাঙচুর চালায়। এ সময় বাড়ির ভাড়াটিয়াদের মারধর করে বের করে দেওয়া হয়। বাড়িটি দখলের জন্য কেয়ারটেকারকে হুমকি দেয়। এ ঘটনায় ১০ মে আদাবর থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ১৯।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রদীপ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৯ মে ২০১৮/হিমেল