রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবক আত্মহত্যা করেছে। মৃতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মৃত শহীদের ছেলে সোহেল (১৮) ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জহিরুল ইসলামের ছেলে হেফজুল ইসলাম (৩৫)।
মঙ্গলবার রাত সোয়া ৯টায় রাজধানীর জুরাইন ও সন্ধ্যা সাড়ে ৬টায় কলাবাগান এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। সোহেল পরিবারের সঙ্গে জুরাইন রোডের ফজলুল মিয়ার বাড়ি ভাড়া থাকতেন। হেফজুল চিকিৎসার জন্য বাঁশখালী থেকে কলাবাগান বোনের বাসায় আসেন বলে জানা গেছে।
মৃত সোহেলের পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বাসায় সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের অন্য সদস্যরা দেখতে পেয়ে রুমের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে বিকেলে কলাবাগানের বশির উদ্দিন রোডের ১০০/এ নম্বর বাসার পাঁচ তলায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন হেফজুল। খবর পেয়ে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢামেকে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই জানান, হেফজুল মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তিন-চার দিন আগে গ্রাম থেকে তিনি কলাবাগান বোনের বাসায় আসেন। তবে কি কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন, তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর