রাজধানীর বংশাল সিদ্দিক বাজার এলাকায় আবুল কাশেম জিহাদী (৫৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবুল কাশেম জিহাদী লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার সাত নম্বর বকশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলে জানা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ জিহাদী হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা তাকে গুলি করেছে তা জানা যায়নি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর