সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছে। মঙ্গলবার রাত তিনটার দিকে আশুলিয়ার বাইপাইল-টঙ্গি মহাসড়কের মরাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে চলন্ত গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে একদল ডাকাত। পুলিশ গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি নিহত হন। বাকিরা প্রাইভেটকারযোগে পালিয়ে যায়।
আশুলিয়া থানার এস আই মনিরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এক দল ডাকাত মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মহাসড়কে চলন্ত গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা