“মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এ স্লোগান নিয়ে র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর সার্কিট হাউস চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক মো. হাবিববুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইডি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার গোলাম রউফ খান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ পরিচালক মলয় ভূষণ চক্রবর্ত্তী।
আলোচনা সভা শেষে ইতি পূর্বে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাদক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৮/হিমেল