মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সাভারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আয়োজিত র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, যারা মাদক সেবন করে তারা দেশ ও সমাজের শত্রু। বর্তমান সরকার মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করছে। তাই মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রি বন্ধ করে সমাজে সুন্দর ও সুষ্ঠুভাবে ফিরিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিকে মাদক বিক্রি ও সেবন করা থেকে সমাজে ফিরে আসা বেশ কয়েকজন ব্যক্তিকে বেসরকারী সংস্থা কারিতাসের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হয়। এছাড়াও মাদক বিরোধী চিত্রাঙ্কান প্রতিযোগীতার মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরুস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খাঁন, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, র্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল হাকিম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৮/হিমেল