আশুলিয়ায় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কল্যাণ সরকার হৃদয় (২০) নামে ঐ শিক্ষার্থীর মৃত্যু হয়। এঘটনায় থানায় মামলা দায়ের করলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছেনা বলে অভিযোগ নিহতের পরিবারের।
নিহত শিক্ষার্থী সাভার সরকারী কলেজ বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে আশুলিয়ার ডেইরি ফার্ম এলাকার রতন কুমার সরকারের ছেলে।
নিহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, গত ২০ জুন কল্যাণ ও তার বন্ধুরা আশুলিয়ার স্বন্দীপ এলাকায় বেড়াতে যায়। পরে পূর্ব শক্রুতার জের ধরে ওই কলেজ ছাত্রকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেন সাভার ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস ও তার ভাড়াটে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে এঘটনায় ওই শিক্ষকসহ পাঁচ সন্ত্রাসীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ওই শিক্ষককে আটক করলেও আজ অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ পরিবারের। এঘটনার পর থেকে অভিযুক্ত ঐ শিক্ষক বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পলাতক রয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অভিযুক্তে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৮/হিমেল