সাভারের আশুলিয়ায় আগুনে পুড়েছে ৭টি দোকান। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। মঙ্গলবার রাত ৮টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়ার বগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।
ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল হামিদ জানান, মহাসড়কের পাশের কয়েকটি টং দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পাশাপাশি পুরাতন মালামাল বিক্রির ৭-৮টি টং দোকান পুড়ে যায় তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমান পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৮/হিমেল