এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে সারাদেশ থেকে আগত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তিন দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। বুধবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাব গেটের অপরপাশে গিয়ে দেখা যায় এ অনশন কর্মসূচি।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে শপথ গ্রহণ করেছেন তারা। এমনকি দেশের বিভিন্ন জেলার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম বন্ধ আছে বলেও জানান আন্দোলনরত শিক্ষকরা।
বিডি প্রতিদিন/২৭ জুন ২০১৮/হিমেল