রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও মহানগর গোয়েন্দা (ডিবি)। মঙ্গলবার (২৬ জুন) সকাল থেকে শুরু হয়ে অভিযান চলে বুধবার সকাল ৬টা পর্যন্ত।
গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ১ হাজার ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০৬ গ্রাম হেরোইন, ১ কেজি ৭৬০ গ্রাম গাঁজা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ এসব জানিয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
বিডি প্রতিদিন/২৭ জুন ২০১৮/হিমেল