গাজীপুরের পূবাইলের মেঘডুবি এলাকায় ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার দুপুরের দিকে মেঘডুবি এলাকায় যাত্রীবাহী একটি সিএনজির চাকা খুলে রাস্তায় পরে গেলে পিছন থেকে একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত ও চালকসহ আহত হয় আরো তিনজন। তাদেরকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক মারা যায়। হাসপাতালে দুইজন ভর্তি রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন