দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করতে মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন মোসাদ্দেক হোসেন বুলবুল।
বুধবার বিকেল ৫টা পর্যন্ত শেষ অফিস করেন তিনি। এর পরপরই সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা দেন তিনি।
এর আগে বিধি অনুযায়ী বুধবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। একান্ত সহকারী ওয়ালিদ হাসান রানা ও বিশেষ সহকারী আনোয়ার সাটিয়ার মধু তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বিদায়ী মেয়র।
আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এবারও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল তার দলের মনোনীত মেয়র প্রার্থী।
বুলবুল বলেন, নিয়ম অনুযায়ী তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচনকালীন ভারপ্রাপ্ত মেয়র নিয়োগ দেবেন। সেই পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (আজ) তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। এর আগে গত সোমবার তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন