রাজধানীর খিলগাঁওয়ে বুধবার দিনগত রাতের বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানা সূত্রে জানানো হয়েছে, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের পেছনের এলাকা থেকে ইতি (২৫), আলমগীর (৩৭) ও আলামিন (৪৫) নামের তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এছাড়া পূর্ব গোড়ান এলাকা থেকে সোনিয়া (২০), লিজা (৩৫), লিমা (৩৩) ও মনিষা (১৫) নামের চারজনকে আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/ ২৮ জুন ২০১৮/ ওয়াসিফ