বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষে কাজ শুরু করেছি, সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছি। ম্যাডাম জেলে যাওয়ার আগে তিনিও আহ্বান করে গিয়েছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। এখন সবাই সচেতন হয়ে উঠেছেন যে, আজকে দেশের যে অবস্থা তা চলতে দেয়া যায় না।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে এই অবস্থার পরিবর্তন করতে হলে সকলের একটা ঐক্য দরকার এবং সেই জাতীয় ঐক্য সৃষ্টির কাজ চলছে। আমরা আশা করি এটাতে সফল হওয়া যাবে। আর এটাতে যদি সফল হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ আওয়ামী লীগ ৩ দিনও ক্ষমতায় থাকতে পারবে না। জাতীয় ঐক্য সৃষ্টির কারণ আন্দোলন করার জন্যই। এটাই আন্দোলনের পথে নিয়ে যাবে।
তিনি বলেন, খালেদা জিয়াকে কারামুক্ত করতে হলে আন্দোলনের বিকল্প নেই। ২০১৪ সালের আন্দোলনের আগে আমরা যে আন্দোলন করেছি, সমস্ত রাস্তাঘাট সেদিন বন্ধ হয়ে গিয়েছিল। সে আন্দোলন এখন আর হচ্ছে না। ২০১৪ সালের পর আমরা পারিনি, কেন পারিনি তারও নানা কারণ আছে, আমি সেদিকে না যাই।
ফখরুল বলেন, আমরা রাজপথে জীবন দিতে পারি, কিন্তু যুবকদের তো আসতে হবে আমাদের সাথে? যুবদল, ছাত্রদলকে রাজপথে নেমে আসতে হবে, জনগণের কাছে যেতে হবে।
যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন