ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করছে। এই সমস্যার শুরু থেকেই যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে এবং বিভিন্ন উদ্যোগও নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছে। সমস্যার ধরণ নিয়েও আমাদের গভীর পর্যবেক্ষণ রয়েছে। রোহিঙ্গা সংকট কঠিন হলেও এই সমস্যার সমাধান সম্ভব।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক মাহফুজ মিশু।
পোশাক শিল্পের কর্ম পরিবেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পর্যবেক্ষণ জানতে চাইলে তিনি বলেন, পোশাক খাতের কর্ম পরিবেশ নিয়ে অনেক অগ্রগতি হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যম এই নিয়ে সারা বছর ধরে নেতিবাচক খবর পরিবেশন করে আসছে। এ নিয়ে সব সময় নেতিবাচক খবর পরিবেশন করাটা ঠিক নয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মার্শা বার্নিকাট বলেন, দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান। দুই দেশই অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা, সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে কাজ করে চলেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন