দুর্গাপূজায় তিন দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়ে মানববন্ধন করেছে হিন্দু ধর্মের অনুসারীরা। শুক্রবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় বলেন, ‘দুর্গাপূজার সপ্তমী, অষ্টমী ও নবমী এ তিন দিন মূল উৎসব অনুষ্ঠিত হয়। এসময় দিনরাত পূজার কাজে ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে সার্থকভাবে দুর্গাপূজা সম্প্রদান করতে হয়। এসময় বাবা-মা, সন্তান ও আত্মীয়-স্বজনসহ সবাই এক সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়। কিন্তু সরকারি ছুটি কম হওয়ায় এ দিনগুলো আনন্দের পরিবর্তে বেদনায় পরিণত হয়। তাই তিন দিনের ছুটির দাবিটি যৌক্তিক ও সময়ের দাবি।’
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দীপঙ্কর শিকদার দিপু, সাধারণ সম্পাদক সাজন মিশ্র, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক নীরেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৮/হিমেল