রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ক্রিকেট খেলায় দ্বন্দ্বের জেরে এক তরুণ খুন হয়েছেন। মৃত সেই তরুণের নাম আলামিন (১৮)।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আলামিন তার নানীর কাছে নন্দীপাড়ার রিফিউজি ক্যাম্পের থাকতো। তার বাবা মোশারফ হোসেন ও মা কুলসুম গ্রামের বাড়ি বরিশালে থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়, নন্দীপাড়ার গোলারবাড়ী এলাকায় আলামিনসহ তারা ৮ জন বন্ধু মিলে মেলায় যায়। একই এলাকার সোহরাব, জাবেদসহ আরও বেশ কয়েকজন মেলায় থাকা আলামিনকে সুইচ গিয়ার (ধারালো ছুরি) দিয়ে পিঠে আঘাত করেন। এতে আলামিন গুরুতর আহত হয়। মুমুর্ষূ অবস্থায় আলামিনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ক্রিকেট খেলায় দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর