ময়মনসিংহে মিল্লাত (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্টেলিজেন্স) মুশফিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে মিল্লাত নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। আহত অবস্থা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে মারা যান মিল্লাত।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন