বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে দলের এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ কর্মসূচি থেকে দ্রুত খালেদা জিয়ার মুক্তির দাবি করেন দলের নেতাকর্মীরা। এতে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা ছাড়াও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সালু, যুগ্ম সম্পাদক শাহ আলম, সালাহউদ্দিন দেওয়ান প্রমুখ।
বক্তারা বলেন, এখন দেশে যেভাবে নির্বাচন করছে সরকার তাতে আগামীতে দেশের মানুষ আর ভোট দিতে যাবে না। কারণ ভোট তো এখন আর দিতে হয় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ সত্ত্বেও তাকে চিকিৎসার ব্যবস্থা না করে সরকার তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইছে। খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিতে হবে এবং তাকে ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে রাজপথেই এই অবৈধ সরকারের সকল অপকর্মের ফয়সালা করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা