রাজধানীর জুরাইন আলমবাগ মদিনা মসজিদ ও কদমতলীর আলতাব গলি এলাকায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার এসব ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সুমন (২৫) ও আজিজুল (২৪)। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃত সুমনের সহকর্মী সোহাগ হোসেন জানান, তারা মদিনা মসজিদ এলাকার একটি নির্মাণাধীন তিন তলা ভবনের নিচ তলায় কাজ করছিলেন। এসময় সুমন ভবন থেকে বাইরে বের হওয়ার জন্য লোহার দরজায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
মৃত আজিজুলের সহকর্মী আমিন জানান, আজিজুল জুরাইন কদমতলীর একটি বাড়িতে মোটটর ঠিক করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
আজিজুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। পশ্চিম মোহাম্মদবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/আরাফাত