আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার চতুর্থ দিন ব্যস্ত সময় কাটিয়েছেন বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র প্রার্থীরা।
শুক্রবার সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোডে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন বিএনপি’র মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এসময় তার সঙ্গীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে শ্লোগান দেয়।
এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ দুপুর ২টার দিকে নগরীর চকবাজার এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। এ সময় নৌকা প্রতীকে ভোট চান সাদিক। গণসংযোগকালে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন।
এদিকে সরোয়ার এবং সাদিক ছাড়াও জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদের ডা. মনিষা চক্রবর্তী এবং জাতীয় পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বশির আহম্মেদ ঝুনু নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন