সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের চাপায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে মহাসড়কের নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অমূল্য সরকার ধামরাইয়ের খাগাইলের নেদু চরন সরকারের ছেলে। তিনি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন অমূল্য সরকার। আশুলিয়ার নবীনগরে রাস্তা পাড় হওয়ার সময় অতিরিক্ত ইট বোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এঘটনায় প্রতক্ষদর্শীদের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৮/হিমেল