নানা অভিযোগের মধ্য দিয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ৫ম দিনের প্রচার-প্রচারণা চালাচ্ছেন মেয়র প্রার্থীরা। বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন। এছাড়া প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণসহ ক্ষমতাসীনদের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ করেন বিরোধী মেয়র প্রার্থীরা। তবে আওয়ামী লীগ প্রার্থী এই অভিযোগ অস্বীকার করেছেন। বিএনপি’র ঘাঁটিতে নৌকার জোয়ার আসায় বিরোধী প্রার্থীরা উল্টো-পাল্টা কথা বলছেন বলে দাবি আওয়ামী লীগ প্রার্থীর।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস আজল আনুষ্ঠানিকভাবে তার ২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সকাল সাড়ে ১০টায় নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খ্রীস্টান কলোনী এলাকায় গনসংযোগ এবং ধানের শীষের লিফলেট বিতরণ করেন বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। গণসংযোগকালে বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে শ্লোগান দিয়ে ভোট চান। এ সময় মজিবর রহমান সরোয়ার আবারও প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করে বলেন, বিগত দিনের ভোটের পরিসংখ্যান বলছে বরিশাল বিএনপি ঘাঁটি। অথচ বিএনপি’কে মিছিল করতে দেওয়া হচ্ছেনা এবং কর্মী সমর্থকদের নানাভাবে হুমকি-ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তার অভিযোগ।
সকাল পৌঁনে ১১টার দিকে নগরীর নাজিরের পোল এলাকায় গণসংযোগ সহ লিফলেট বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব। এ সময় প্রতীকি হাত পাখা নিয়ে শ্লোগান দেন নেতাকর্মীরা। তারা পরিকল্পিত নগরী গড়তে হাতপাখা মার্কায় ভোট চান। গণসংযোগকালে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন মাওলানা ওবাইদুর রহমান মাহবুব। সাংবাদিকরা লিখুনীর মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরলে শঙ্কা দূর হবে বলে প্রত্যাশা তার। সুষ্ঠু ভোট হলে হাতপাখা মার্কার বিজয় হবে বলে আশাবাদী মাওলানা মাহবুব।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নূরিয়া স্কুল এলাকায় গণসংযোগ সহ লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহ। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান সাদিক। গণসংযোগকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা নৌকার মার্কার পক্ষে শ্লোগান দেয়।
গত কয়েক দিনের প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহ। কোন এলাকায় নির্দ্দিষ্ট কোন দলের ঘাঁটি বলে কিছু নেই দাবি করে আওয়ামী লীগও সুষ্ঠু ভোটের মাধ্যমে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়ার পক্ষে বলে দাবি সাদিকের। আওয়ামী লীগের কোন নেতাকর্মী বিরোধী কোন প্রার্থীর কর্মী সমর্থককে হুমকি-ধামকি দিলে তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেন সাদিক আবদুল্লাহ।
অপরদিকে সকাল পৌঁনে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সিটি করপোরেশনকে সকল প্রচার চাঁদাবাজী, টেন্ডারবাজী ও দুর্নীতি মুক্ত করা, আধুনিক ব্যবস্থাপনায় রাতের মধ্যে বর্জ্য অপসারণ, নদীর কাছে পার্ক ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা, লেবার কোর্টসহ বিভাগীয় শহরে যে সকল সরকারী দপ্তরের বিভাগীয় কার্যালয় নেই সেগুলো প্রতিষ্ঠা করা এবং সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক আবাসস্থল তৈরিসহ ২৪ দফা নির্বাচনী ইশতেহার (প্রতিশ্রুতি) ঘোষণা করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস।
এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৮/হিমেল