নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর ফুলবাড়িয়া বঙ্গবাজার মার্কেটের আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, বঙ্গবাজার মার্কেটের দক্ষিণ পাশে ও পুলিশ হেডকোয়ার্টারে পশ্চিম পাশে তৃতীয় তলা কাঠের মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগে। দ্রুত আমাদের হেডকোয়ার্টার থেকে সব গাড়ি বেরিয়ে যায় এবং ভয়াবহতা এড়াতে আরও কয়েকটি স্টেশন থেকে গাড়ি দ্রুত ঘটনাস্থল থেকে আসে। ১৪ ইউনিট একযোগে কাজ করে আগুন নির্বাপন করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন