রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই এলাকার কাজলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ২২ বছর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম