বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হেসেন তাপসকে পার্টির সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির কেন্দ্রিয় নির্দেশ অমান্য করে বিসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতায় অনড় থাকা এবং কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়া এবং পার্টির শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইকবাল হোসেন তাপসকে জাতীয় পার্টির সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের গঠনতন্ত্রের ২০(১)ক ধারা মতে ইকবাল হোসেন তাপসের বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন। ইতিমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় পার্টির মনোনয়নে লাঙ্গল প্রতীক নিয়ে বরিশাল সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন ইকবাল হোসেন তাপস। গত ২৫ জুলাই জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন দেওয়ার ঘোষনা দেয়। একই সাথে জাতীয় পার্টির প্রার্থী তাপসকে নির্বাচনের মাঠ থেকে সরে দাড়িয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি।
কিন্তু তাপস কেন্দ্রীয় কমিটির কোন সিদ্ধান্ত পাননি দাবী করে নির্বাচনের মাঠ ছেড়ে দিতে অপারগতা প্রকাশ করেন। একই সাথে তিনি এই ঘটনাকে দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের আসন রক্ষার চক্রান্ত বলে উল্লেখ করেন। সব শেষ তিনি গতকাল শুক্রবার বিকেলে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ঘোষনা দেন।
এ বিষয়ে ইকবাল হোসেন তাপসের বক্তব্য জানতে তার মুঠোফোনে রিং দেওয়া হলেও অজ্ঞাতনামা একজন ফোন রিসিভ করেন তাপস ব্যস্ত আছেন বলে জানান।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর