বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা জালাল।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন সভাপতি পদে তার নাম ঘোষণা করেন। ফল ঘোষণার সময়ে সভাপতি পদ প্রার্থী মোল্লা জালাল ও ওমর ফারুক উপস্থিত ছিলেন।
ফলাফলে দেখা যায়, দুই ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মোল্লা জালাল। বিজয়ী মোল্লা জালাল পেয়েছেন ৯৭৪ ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৯৭২ ভোট।
উল্লেখ্য, গত ১৩ জুলাই জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই রাতে সভাপতির পদ ছাড়া বাকি সব পদের ফলাফল ঘোষণা করা হয়।
ওইদিন বিএফইউজের নির্বাচনে মহাসচিব পদে বিপুল ভোটে জয় লাভ করেন শাবান মাহমুদ।
নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ, দফতর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, নুরে জান্নাত আখতার সীমা, সেবিকা রানী ও খায়রুজ্জামান কামাল।
বিডি-প্রতিদিন/ ই-জাহান