সুস্থ হয়ে উঠছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের মা সাহেরা খাতুন। গত ২৯ জুন সিঙ্গাপুরের রাফেলস হাসপাতালে তার বাইপাস সার্জারি করা হয়। ফলে দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরেই ছিলেন। আজ শনিবার সোমবার সম্রাট তার মায়ের হাস্যোজ্জ্বল একটি ছবি ফেসবুকে আপলোড করেছেন।
এর আগে, সম্রাটের মা সাহেরা খাতুন ২০ জুন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মাকে হাসপাতালে দেখতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন সম্রাট। তখন রাজধানীর বিভিন্ন মসজিদে মসজিদে সম্রাট ও তার মায়ের জন্য দোয়ার আয়োজন করেন যুবলীগের নেতাকর্মীরা।
মায়ের জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সম্রাট।
বিডি প্রতিদিন/এনায়েত করিম