রাজধানীর বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়ক ও চালকদের দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধে অচল হয়ে পড়েছে নারায়ণগঞ্জ নগরী।
বুধবার সকাল সোয়া ১০ টায় দ্বিতীয় দিনের মত শহরের ২নং রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-নারায়ণগঞ্জ নতুন ও পুরাতন সড়ক, নারায়ণগঞ্জ-চিটাগাং রোড এবং চাষাড়া-নিতাইগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এ সময় সহস্রাধিক শিক্ষার্থীর “উই ওয়ান্ট জাসটিস” স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর।
এদিকে নারায়ণগঞ্জ-ঢাকা রুটের রেলপথও অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা কোন পরিবহণে ভাঙচুর না চালালেও বিভিন্ন যানবাহন চলাচলে বাঁধা দিচ্ছেন। সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হওয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।
নারায়ণগঞ্জ সম্মিলিত কলেজ ছাত্র জনতা পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত রয়েছেন উপদেষ্টা ও জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভানেত্রী সুলতানা আক্তার, উপদেষ্টা শুভ দেব, সম্মিলিত কলেজ ছাত্র জনতা পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন, ফাহিম মুনতাসির, অর্ক, তুষার আহমেদ রানা প্রমুখ। চাষাড়ায় শিক্ষার্থীদের আন্দোলনের সময় ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। দুপুর আড়াইটা এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মো. কামরুল ইসলাম পিপিএম জানান, রাজধানীতে বাস চাপায় নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর কারণে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলন কোন সহিংস রূপ না নিলে পুলিশ তাতে বাঁধা দিবে না।
বিডি প্রতিদিন/১ আগস্ট ২০১৮/হিমেল