কী নৃশংস! কী মর্মান্তিক! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সড়ক অবরোধ করে আন্দোলন করছিল কয়েকশ' শিক্ষার্থী। এরই এক পর্যায়ে একটি পিকআপ সেই অবরোধ ভেদ করে যাওয়ার চেষ্টা করে। আন্দোলনকারীরা শিক্ষার্থীরা তাকে থামানোর চেষ্টা করে। ঠিক তখনই পিকআপটির চালক আন্দোলনকারী এক শিক্ষার্থীকে পিষে দিয়ে চলে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর শনির আখড়ায়। রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে বুধবার আন্দোলন করছিল তারা।
জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম ফয়সাল। তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে আহত ওই শিক্ষার্থীকে যাত্রাবাড়ীর প্রোঅ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালটির ব্যবস্থাপক সালাহউদিন ভূইয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ছেলেটির নাম ফয়সাল। তাঁকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা স্থিতিশীল কিন্তু কোমরে ফ্র্যাকচার রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৮/মাহবুব