ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে বরিশালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। বুধবার বেলা ১২টায় নগরীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মহাসড়কের পাশে মানববন্ধনের চেষ্টা করে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ এবং সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা।
এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করে বলে অভিযোগ শিক্ষার্থীদের। পুলিশের বাধা এবং গালাগালে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বেলা পৌঁনে ১টায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাতেমআলী কলেজ চৌমাথায় গিয়ে কুয়াকাটা-বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে।
আন্দোলনরত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী মো. আবিদ জানান, ফিটনেসবিহীন গাড়ি শুধু ঢাকায় নয়, পুরো বাংলাদেশ জুড়েই। এতে প্রতিনিয়ত প্রাণহানী হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ করা হলেও পুলিশ আবার হামলা করে শিক্ষার্থীদের উপর। বিচার চাইলেও পুলিশ মারবে। তাই তারা আন্দোলনে নেমেছেন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এবং হামলাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে বলে হুশিয়ারী দেন তিনি সহ অন্যান্যরা।
এদিকে শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ মহাসড়ক আটকে রাখায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে জনগণের দুর্ভোগ চরমে ওঠে।
প্রায় ১ ঘণ্টা অবরোধকালে জনদুর্ভোগ চরমে পৌঁছলে কোতয়ালী জোনের সহকারী কমিশনার শাহনাজ পারভীন শিক্ষার্থীদের বুঝিয়ে-আশ্বস্ত করে মহাসড়কের অবরোধ তুলে দেয়।
বিডি প্রতিদিন/১ আগস্ট ২০১৮/হিমেল