বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিচারহীনতার কারণে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানো হলে, ট্রাফিক ব্যবস্থা ঠিক থাকলে এ অবস্থা দেখতে হতো না।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আজ জিয়া নাগরিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির গণশিক্ষা সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবদুস সালাম আজাদ প্রমুখ।
শিশুদের জীবন বাঁচানোর আন্দোলনে সরকার আতঙ্কিত উল্লেখ করে মির্জা আব্বাস বিমানবন্দর সড়কে নিহত দুই শিক্ষার্থীর হত্যার সাথে জড়িতদের এবং আন্দোলনকারী শিশুদের গায়ে যেসব পুলিশ সদস্যরা হাত তুলেছে তাদের বিচারের দাবি জানান।
এসময় তিনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদেরও বিচারের দাবি তোলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার