রাজধানীর বিমানবন্দর এলাকায় জাবালে নূর পরিবহনের চাপায় নিহত দিয়া খানম ওরফে মিমের বাসায় গেলেন নৌমন্ত্রী শাজাহান খান।
বুধবার সন্ধ্যায় মহাখালীতে মিমের বাসায় যান তিনি। এ সময় তার সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন। মিম শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
এসময় তিনি মিমের বাবা-মা ও স্বজনদের সান্ত্বনা দেন এবং দুঃখ প্রকাশ করেন। মিমের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।
গত রবিবারের ওই ঘটনায় একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীবও মারা যান। রাজীবের বাসায় নৌমন্ত্রীর যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান