রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উত্তরার হাউজ বিল্ডিংয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে ওই অঞ্চলে যান চলাচালে বিঘ্ন সৃষ্টি হয়।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৮/মাহবুব