কুমিল্লা নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিল্লাল হোসেন নামে এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নগরীর কেন্দ্রীয় ঈদগাহের পিছনে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন (৩০) নগরীর জামতলা এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে। অন্যদিকে সকালে নগরীর ডুমুরিয়া-চাঁনপুর কেরানি বাড়ি সড়ক থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুমিল্লা কোতয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নগরের ঈদগাহের পিছনের সড়কে সিএনজি অটো রিকশা স্ট্যান্ডের পশ্চিম পাশে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারের শব্দ পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিকাঘাতকারীকে ধাওয়া করে আটক করে। ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ীকে পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটক হৃদয় আহমেদ নগরের কাপ্তানবাজার এলাকার মেহেদী হাসানের ছেলে।
অন্যদিকে, ছুরিকাঘাতের কিছু সময় পর সকালে নগরীর ডুমুরিয়া-চানপুর কেরানি বাড়ি সড়ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, জুয়েলারি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। অন্যদিকে নগরীর চাঁনপুর সড়ক থেকে উদ্ধার করা মরদেহের এখনও পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছে সে একজন ব্যাটারিচালিত অটোবাইক চালক। উদ্ধার হওয়া মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম