লাইসেন্স দেখাতে না পারায় রাজধানীর শনির আখড়ায় শিক্ষার্থীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে সাইফুল নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শনির আখড়ায় ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। এসআই সাইফুল মোটরসাইকেল যোগে রায়েরবাগ থেকে যাত্রাবাড়ী থানায় যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনির আখড়ায় পৌঁছলে আন্দোলনরত শিক্ষার্থীরা এসআই সাইফুলকে আটকে দেয় এবং লাইসেন্স দেখাতে বলে। কিন্তু ওই পুলিশ অফিসার লাইসেন্স দেখাতে না পারায় শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এরই এক পর্যায়ে ওই পুলিশ অফিসার বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি মাথায় আঘাত পান এবং পার্শ্ববর্তী একটি এটিএম বুথে আশ্রয় নেন। পরে বাড়তি পুলিশ এসে তাকে সেখান থেকে উদ্ধার করেন।
কদমতলী থানার ওসি আব্দুল জলিল বলেন, আহত অবস্থায় এসআই সাইফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৮/মাহবুব