রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা- মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পুরান ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পুরান ঢাকার রায় সাহেব ও বাজার তাঁতীবাজার এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-মাওয়া মহাসড়ক ও গুলিস্থান সদরঘাট যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান এবং গাড়ির লাইসেন্স পরীক্ষা করে। এই তলিকায় পুলিশের গাড়িও বাদ যায়নি।
কোতয়ালী জোনের এসি বদরুল হাসান রিয়াদ জানান, শিক্ষার্থীরা সকাল থেকে রায়সাহেব বাজার তাঁতীবাজার সড়ক অবরোধ করলে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
গত রবিবার জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর গত চার দিন ধরেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ চালিয়ে আসছে।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৮/মাহবুব