রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে সুজন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনায় জড়িত ইকবাল হোসেন হাবিব (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত সুজন মোহাম্মপুর এলাকার বাসিন্দা।
আজ মোহাম্মদপুরে নবীনগর ১ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, নিহত সুজনের সঙ্গে ইকবালের আগের দ্বন্দ্ব ছিল। টাকা-পয়সা লেনদেনসহ নানা বিষয় নিয়ে এ হত্যা ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার