রাজধানীর শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। গাড়ি ভাঙচুর, নিরাপত্তা ও মৃত্যুদণ্ড আইন বাতিলের দাবিতে আজ শুক্রবার তারা এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের এই কর্মসূচির কারণে রাস্তায় কোনো গণপরিবহন না থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ভ্যান, রিকশা ও পায়ে হেটে গন্তব্যে যেতে বাধ্য হন সাধারণ মানুষ।
পরে দুপুর ১টার দিকে শনির আখড়ার ওই অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক থেকে সরে যান পরিবহন শ্রমিকরা। এর প্রেক্ষিতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম