নিরাপদ সড়কের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধনে নেতৃত্ব দেন নিসচার কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
মানববন্ধনে ইলিয়াস কাঞ্চন বলেন, বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা সারাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা দেশের সড়ককে নিরাপদ করার লক্ষ্যে দীর্ঘ ২৫ বছর ধরে মাঠেই রয়েছি এবং মাঠে থাকবো যতদিন না নিরাপদ সড়ক বাস্তবায়ন হয়।
দাবি বাস্তবায়নের কাজ আগামী রবিবার (৫ আগস্ট) থেকে শুরু করার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, যদি এটা না হয় তাহলে শিক্ষার্থীদের সঙ্গে আমি নিজেও আন্দোলনে থাকবো এবং রাস্তায় নামবো।
এই মানববন্ধন ও সমাবেশে সংহতি প্রকাশ করে অংশ নেয় কেন্দ্রীয় খেলাঘর আসর, সেভ দ্যা রোড, সন্ধীপ সমিতি ঢাকা, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ।
এ ছাড়া রাজধানী ও রাজধানীর বাইরের কলেজের ব্যানারেও অনেকেই মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম