নিরাপত্তাহীনতার কারণে রাজশাহীর আন্তঃজেলা ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিক ও মালিকরা। বিভিন্ন জায়গায় বাস ভাঙচুরের আশঙ্কা ও সম্পদের ক্ষয়ক্ষতি রক্ষায় শুক্রবার সকাল থেকে রাজশাহী থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে সন্ধ্যা থেকে বাস চলবে বলে জানানো হয়েছে।
এদিকে, হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে আন্তঃজেলা রুটের যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। তবে বিভিন্ন রুটে চলাচলকারী বিআরটিসি’র বাসগুলো নিয়মিত সিডিউল অনুযায়ী চলাচল করছে। বাস বন্ধ রাখার বিষয়ে বিকাল ৫টায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ তাদের নিজস্ব কার্যালয়ে বিকাল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।
তবে তাৎক্ষণিকভাবে বাস বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি তাদেরও সমর্থন আছে। তাদের প্রতিটি দাবিই যৌক্তিক। আমরাও তাদের মত নিরাপদ সড়ক চাই। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তদের যৌক্তিক আন্দোলনের মধ্যে একটি গোষ্ঠী জড়িয়ে পড়েছে এবং তারা ছাত্রদের আন্দোলনের ওপর ভর করে ঘটনাটিকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার অপচেষ্টা শুরু করেছে।
হঠাৎ বাস চলাচল বন্ধে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় সড়ক পথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার যোগযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দূর-দূরান্তে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েও যানবাহন না পেয়ে পথে পথে সাধারণ যাত্রীদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা