রাজধানীর মগবাজারের ওয়ারলেস মোড়ে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটির নাম এসপি গোল্ডেন লাইন। শুক্রবার দুপুর দেড়টার দিকে নুরজাহান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
পুলিশ জানায়, নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল ইসলাম রানা (২৮)। তিনি মগবাজারে একটি কমিউনিটি হাসপাতালের কর্মচারী। তার বাড়ি পিরোজপুরে। বাবার নাম শাহজাহান মিয়া। তারা ঢাকার খিলগাঁওয়ের উত্তর গোড়ানে থাকতেন। তারা দুইবোন ও এক ভাই।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ জানান, আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে মগবাজারের ওয়্যারলেস এলাকায় সাতক্ষীরাগামী এসপি 'গোল্ডেন লাইন' পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। পরে পথচারীদের সহযোগিতায় পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/ ৩ আগস্ট ২০১৮/ ফারজানা/ ওয়াসিফ